সবচেয়ে ভালো ফ্রি ব্লগিং প্লাটফর্ম কোনটি?
১) ওয়ার্ডপ্রেস এবং
২) ব্লগার।
ওয়ার্ডপ্রেস:
ওয়েবসাইট কাস্টোমাইজেশন এর দিক থেকে সবচেয়ে জনপ্রিয় প্লাটফর্ম হলো wordpress.org। কিন্তু ওয়ার্ডপ্রেসে আপনি কোন Free Hosting এবং Free SSL Certificate পাবেন না। তাই অন্য কোন থার্ডপার্টি Free Hosting & SSL Certificate Provider এর সাহায্য নিয়ে আপনার ব্লগ বা ওয়েবসাইট তৈরি করতে পারবেন। wardpress জন্য অনেক ফ্রি থিম ও প্লাগিন পাওয়া যায় সহজেই। এসব ফ্রি সার্ভিস দিয়ে Web 2.0 ব্লগ হিসেবে ওয়েবসাইট তৈরি করতে পারবেন।
ব্লগার:
গুগলের তৈরি blogger.com খুবই সাদামাটা ইউজার ইন্টারফেস নিয়ে তৈরি একটি প্লাটফর্ম। ব্লগার এর সবচেয়ে ভাল দিক হলো এখানে আপনি এক জায়গাতেই সব সার্ভিস ফ্রিতে পেয়ে যাচ্ছেন অর্থাৎ আপনার ওয়েবসাইটের Free Domain, Free Hosting এবং Free SSL Certificate সবই ব্লগার দিয়ে থাকে। তাই ব্লগার দিয়ে ব্লগ বা ওয়েবসাইট তৈরি করতে আপানাকে খুব বেশি বেগ পেতে হবেনা। আপনার জিমেইল একাউন্ট দিয়েই blogger.com এ গিয়ে ওযেবসাইট তৈরি করে আর্টিকেল পোস্ট করতে পারবেন। ব্লগারের জন্যও অনেক ফ্রি থিম পাওয়া যায় সহজেই।
দুইটি জনপ্রিয় প্লাটফর্ম সম্পর্কে জানার পর আপনার মনে হয়ত ইতিমধ্যেই প্রশ্ন জেগেছে যে,
ফ্রি ব্লগিং শুরু করার জন্য কোন প্লাটফর্ম ভালো হবে?
যারা নতুন করে ব্লগিং শুরু করবেন ভাবছেন তারা হয়ত এই বিষয়টি নিয়ে খুব বেশি চিন্তিত। আমার মতে নতুনদের ফ্রি ব্লগিং শুরু করার জন্য সবচেয়ে ভালো সহজ এবং নিরাপদ প্ল্যাটফর্ম হল blogger.com। কারণ এখানে আপনি একসাথে প্রয়োজনীয় সবকিছুই পাবেন এবং পরবর্তীতে চাইলেই ব্লগারে একটি কাস্টম টপ লেভেল ডোমেইন যুক্ত করে আপনার ব্লগটিকে সহজেই একটি প্রফেশনাল ব্লগে রূপান্তর করতে পারবেন।
অনেকেই হয়ত বলবেনে একই কাজতো ওয়ার্ডপ্রেস দিয়েও করা যায়। তাদের জন্য বলছি, হ্যা একই কাজ ওয়ার্ডপ্রেসেও করা যেতে পারে, তবে সে ক্ষেত্রে থার্ড পার্টি হস্টিং এস এস এল সার্টিফিকেট ব্যবহার করতে হবে কিন্তু এই থার্ড পার্টি সার্ভিস প্রোভাইডারদের প্রতি আস্থা রাখা দুষ্কর। তাই ফ্রি এর মধ্যে ব্লগারই আমার কাছে সবচেয়ে ভালো মনে হয়েছে এবং আমি নিজেও ব্লগার ব্যবহার করি। যাদের HTML ও CSS কোডিং সম্পর্কে টুকটাক ধারণা আছে তারা তাদের ইচ্ছেমত ব্লগ কাস্টমাইজ করে নিতে পারবেন।
নতুনদের জন্য শুরুতেই ফ্রী ব্লগিং কেন?
নতুনরা ইউটিউব বা কোন ব্লগ পোস্ট পড়ে ব্লগিং সম্পর্কে আগ্রহী হয়ে কোন একটি ফ্রি প্লাটফর্ম ব্যবহার করে একটি ফ্রী ওয়েবসাইট বা ব্লগ তৈরি করে ফেলেন। তারপর কাজ করতে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন হন। অনেক সময় কিছু ভুল করার কারণে আপনার ব্লগ বা ওয়েবসাইট সাসপেন্ড হয়ে যেতে পারে। এক্ষেত্রে আপনি যদি ব্লগিং সম্পর্কে অল্প জ্ঞান নিয়ে ইনভেস্ট করে পেইড ব্লগ তৈরি করার মাধ্যমে ব্লগিং শুরু করেন আর যদি আপনার সেই ব্লগ সাসপেন্ড হয়ে যায় তাহলে এটি আপনাকে ব্লগিং এ নিরুৎসাহী করে তুলবে এবং আর্থিক ক্ষতির সম্মুখীন করবে। তাই ব্লগিংয়ের শুরুটা ফ্রি ব্লগিং দিয়েই করা ভালো।
ফ্রি ব্লগিং করার কিছু সুবিধা রয়েছে, যেমন-আপনি চাইলেই খুব বেশি চিন্তা না করেই যেকোনো কিছু সেই ফ্রি ব্লগের উপর ট্রায়াল দিতে পারেন। ফ্রি ব্লগিংয়ের ক্ষেত্রে শুধুমাত্র আপনার মেধা বুদ্ধি ছাড়া আর কোন বাৎসরিক বা মাসিক ব্যয় করতে হয় না।
শেষ কথা:
ব্লগিং সম্পর্কে উপরোক্ত বিষয়গুলো জেনে আপনি যদি সিদ্ধান্ত নিয়ে থাকেন যে, আপনি ব্লগার দিয়েই আপনার প্রথম ফ্রি ব্লগিং সাইট তৈরি করবেন, তবে আপনার আরও কিছু বিষয় সম্পর্কে জেনে নেওয়া উচিত। যেমন-
- ব্লগার এর জন্য কোন ধরনের থিম ব্যবহার করবেন
- ব্লগারে কিভাবে কাস্টম থিম ব্যবহার করবেন
- কিভাবে ব্লগ পোষ্ট লিখবেন
- কিভাবে ব্লগ পোষ্ট এসইও অপটিমাইজ করবেন
- কিভাবে সোশল মিডিয়া লিংক যোগ করবেন ইত্যাদি।
আর এসব জানতে হলে ব্লগে সাবস্কাইব করুন আপনার ইমেইল দিয়ে যাতে ব্লগিং সম্পর্কে নতুন পোষ্ট করলে সাথে সাথে আপনি পেতে পারেন।
লেখাটি কেমন হয়েছে তা নিচে কমেন্ট করে জানানো অনুরোধ রইল এবং লেখাতে কোন ভুল ত্রুটি হলে তা জানিয়ে সহযোগিতা করবেন।
Blogger vs Wordpress ফ্রি ব্লগিংয়ের জন্য কোনটি ভালো?
Reviewed by Shariful Islam Shobuj
on
June 06, 2020
Rating:

nicepost
ReplyDeleteধন্যবাদ
Delete