ফ্রি হস্টিং ব্যবহার করার অসুবিধা কি জানেন?
![]() |
Free Hosting |
ফ্রি ব্লগিং সম্পর্কে আপনি হয়ত ইতিমধ্যেই ধারণা নিয়েছেন। কিন্তু ফ্রি ব্লগিং করার জন্য আপনাকে কোন একটি ফ্রি ব্লগিং প্লাটফর্মের উপর ভরসা করতে হবে, যেখান থেকে ব্লগ পরিচালনা করার জন্য প্রয়োজনীয় সব উপাদান ফ্রিতে পাবেন।
ফ্রি ব্লগিংয়ের জন্য সঠিক প্লাটফর্ম বাছাই
ব্লগিং শুরু করার জন্য অনেকেই বলে থাকেন, ফ্রি ব্লগিং দিয়ে শুরু করা উচিত। কিন্তু বিপত্তি ঘটে তখন, যখন আপনি ফ্রি ব্লগিং প্লাটফর্ম বাছাই করতে ভুল করেন। কিছু নতুন ব্লগার আছেন যারা ফ্রি ব্লগিং এর জন্য ভুল প্লাটফর্ম বাছাই করার কারণে দিন রাত পরিশ্রম করে গড়ে তোলা ব্লগটি নিয়ে টেকনিকাল সমস্যায় পড়েছেন এবং ব্লগ তার পারপর্মেন্স হারাতে শুরু করেছে।
ফ্রি হস্টিং ব্যবহার করার অসুবিধা কি জানেন?
১) ট্রাফিক লিমিটেশন
২) নিম্ন মানের স্টোরেজ
৩) কম সাইট স্পিড
যখন আপনার ফ্রি ব্লগ ভাল রেংক করে প্রতিদিন ২০০০-৩০০০+ ট্রাফিক আসা শুরু করবে তখন আপনার সাইট অনেক সময় ডাউন হয়ে যেতে পারে। এর কারন হল নিম্ন মানের ফ্রি সার্ভিস। এছাড়াও আরো বড় একটি সমস্যা হলো এরা তখন আপনাকে Hosting plan upgrade করতে বলতে পারে অনেক বেশি দামে। আর আপনি যাচাই করলে হয়ত দেখবেন যে ওই দামে আপনি আরো ভালো সার্ভিস পাচ্ছেন। তখন হয়ত ভাববেন যে-
ফ্রি হস্টিং কি আসলেই ফ্রি?
হয়তো সব সাইট এমন নাও হতে পারে তবুও মনে রাখবেন ফ্রি বলতে দুনিয়াতে কিছুই নেই। যেখানে ফ্রি আছে সেখানে কিছু না কিছু স্বার্থ আছে। যেটা পাওয়ার জন্য হয়তো আপনাকে অর্থ ব্যয় করতে হচ্ছে না কিন্তু আপনি তাকে বিনিময়ে কিছু না কিছু দিচ্ছেন উদাহরণ স্বরূপ বলা যায় ফ্রি ডোমেইন ব্যবহারের ক্ষেত্রে আপনার ওয়েবসাইটের ডোমেইন নামের সাথে ফ্রি সার্ভিস প্রোভাইডারের ডোমেইন এক্সটেনশন ব্যবহার করছেন। অর্থাৎ আপনার ডোমেইনটি সরাসরি yourblog.com দিয়ে তৈরি করতে পারবেন না, আপনাকে ওদের সাবডোমেইন ব্যবহার করতে হবে, যেমন- yourblog.wordpress.com। তাই ফ্রি সার্ভিস ব্যবহার করার আগেই ভেবে সিদ্ধান্ত নিন।
এরপরও যদি আপনার প্রশ্ন থাকে যে - এখন ইনভেস্ট করতে চাইনা, শুরুটা ফ্রি সার্ভিস দিয়ে করতে চাই, তবে কোন প্লাটফর্মটি ব্যবহার করবো?
উত্তরে আমি বলবো এই বিষয়ের উপর আমার লেখা এই পোস্টটি পড়তে পারেন।
ফ্রী ব্লগ তৈরীর জন্য আমি অই পোস্টে একটি প্ল্যাটফর্মের কথা উল্লেখ করেছি যেটি ওয়ার্ডপ্রেসের মতোই জনপ্রিয় এবং ওয়ার্ডপ্রেস ব্যবহার শুরু হওয়ার আগে থেকেই এই প্ল্যাটফর্মটি মানুষ ব্যবহার করে আসছে ফ্রি ব্লগিং এবং ফ্রি হোস্টিং সুবিধার জন্য। ওয়ার্ডপ্রেসের মত কাস্টমাইজেশন সম্ভব না হলেও প্ল্যাটফর্মটির সহজ ইউজার ইন্টারফেসের মাধ্যমে আপনি ব্লগ তৈরি ও টুকটাক কাস্টমাইজ এবং আর্টিকেল পোস্ট করতে পারবেন কোন রকম কোডিং জ্ঞান ছাড়াই। আর যদি অল্পসল্প HTML ও CSS কোডিং জানেন তবে কোডিং এর মাধ্যমে যেভাবে খুশি আপনার সাইটটিকে সাজিয়ে নিতে পারবেন।

No comments: