গুগল ফর্ম তৈরি করবেন কিভাবে? Create Google Form

গুগল ফর্ম টিয়োটোরিয়াল

গুগল ফর্ম টিয়োটোরিয়াল
Google Form

গুগল ফর্ম এখন বিশ্বব্যাপি একটি জনপ্রিয় ফর্ম মেকিং প্লাটফর্ম। এর মাধ্যমে তথ্য সংগ্রহ ও যেকোন বিষয়ে কুইজ অথবা জরিপ করা খুবই সহজ হয়ে গেছে। একই সাথে আরো ভালো লাগার বিষয় হলো এই গুগল ফর্ম সম্পূর্ন ফ্রি সবার জন্য। এই ফর্ম ব্যবহার করার জন্য শর্ত একটাই আপনার একটি গুগল একাউন্ট তৈরি করে নিতে হবে, আর যদি আগে আপনার গুগল একাউন্ট থেকে থাকে তাহলে আর নতুন করে তৈরি করার প্রয়োজন নেই।
গুগল ফর্ম ব্যবহার করে কি কি ফর্ম তৈরি করা যায়?
১) কুইজ ফর্ম
২) রেজিস্ট্রেশন ফর্ম
৩) সার্ভে  ফর্ম
৪) কন্টাক্ট ইনফরমেশন ফর্ম
৫) ইভেন্ট ফর্ম
এছাড়াও আরো অনেক ধরণের ফর্ম তৈরি করা যায়।

ভাবছেন কিভাবে ফর্ম তৈরি করবেন?
আমি এখানে স্টেপ বাই স্টেপ আপনাকে শিখিয়ে দিচ্ছি।
গুগল ফর্ম তৈরির ধাপ গুলো হল-
গুগোল ফর্ম ওপেন পেজ
গুগোল ফর্ম ওপেন পেজ
২) সাইন ইন করুন গুগল অ্যাকাউন্ট দিয়ে
সাইন ইন গুগোল অ্যাকাউন্ট
সাইন ইন গুগোল অ্যাকাউন্ট

৩) ক্লিক করুন Docs মেনু এর উপর

Docs মেনু
Docs মেনু 

৪) Forms এর উপর ক্লিক করুন
ক্লিক Forms
ক্লিক Forms

৫) Start a new form এর + এর উপর ক্লিক করুন
Start a new form
Start a new form


৬) ফর্ম ডিজাইন পেজ
ফর্ম ডিজাইন পেজ
ফর্ম ডিজাইন পেজ
উপরে দেখানো ধাপ গুলো যদি সঠিকভাবে করে থাকেন তাহলে এখন আপনি ফর্ম ডিজাইন পেজ এ আছেন। এখন আপনি আপনার ইচ্ছেমতো কালার, ছবি অথবা লিঙ্ক যা কিছু প্রয়োজন এড করে আকর্ষণীয় ফর্ম তৈরি করতে পারবেন। সহজ ইউজার ইন্টারফেস থাকার কারণে খুব বেশি কষ্ট না করেই ফ্রম ডিজাইন করতে পারবেন যে কেউ।

ফর্ম ডিজাইন করতে যদি না জানেন তবে পরবর্তী ধাপ গুলো শিখতে এই ভিডিওটি দেখতে পারেন। 



এই ভিডিওতে গুগল ফর্ম ডিজাইন থেকে শুরু করে ফর্ম শেয়ার করা পর্যন্ত ভালোভাবে দেখানো হয়েছে।
ফর্ম ডিজাইন শেষ হলে সেই  ফর্ম এর শেয়ার লিংকে ক্লিক করে লিংকটি কপি করে যেকোন জায়গায় শেয়ার করতে পারবেন। ফর্ম লিঙ্কে ক্লিক করলেই কাঙ্খিত ফরমটি ওপেন হবে এবং সেখানে কেউ তথ্য দিয়ে সাবমিট করলে তা সাথে সাথে আপনার ইমেইলে চলে আসবে। এছাড়া আপনি একটি গুগল গুগল শীট ডাটাবেজ এড করতে পারবেন সেই ফর্ম এর সাথে। গুগল শীটের মাধ্যমে তথ্য গুলো ‍সহজে এক্সেল ফাইল ফরমেটে সংগ্রহ ও ডাউনলোড করতে পারবেন।

আপনি যদি এই আর্টিকেলটি ভালো ও উপকারী মনে করেন তাহলে শেয়ার করে অন্যকে উপকৃত হওয়ার সুযোগ দিন।

ভালো থাকুন, ভালো রাখুন।


গুগল ফর্ম তৈরি করবেন কিভাবে? Create Google Form গুগল ফর্ম তৈরি করবেন কিভাবে? Create Google Form Reviewed by Shariful Islam Shobuj on May 07, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.