ব্যক্তিগত ছবি ও ভিডিও লুকিয়ে রাখুন কোন সফ্টওয়ার ছাড়াই

কম্পিউটারের যেকোন তথ্য, ছবি, ভিডিও সহ প্রয়োজনীয় সব ফাইল ‍লুকিয়ে রাখতে পারবেন কোন সফটওয়্যার ছাড়াই


hide folder without any software
Hide folder without any software

আপনার কম্পিউটারে থাকা আপনার ব্যক্তিগত কোন তথ্য যেন কেউ দেখতে পারে সেজন্যে আপনি হয়ত এরই মধ্যে কোন থার্ড পার্টি কোন সফটওয়্যারও ব্যবহার করেছেন। কিন্তু সেই সফটওয়্যার আপনার কম্পিউটারে দেখলে যেকেউ বুজতে পারবে যে, আপনি কোন কিছু লুকিয়ে রেখেছেন কম্পিউটারে। এটি একটি ভাল অসুবিধা বটে। আপনি হয়ত এখন ভাবছেন যদি এমন হত,কোন সফটওয়্যার ছাড়াই কম্পিউটারে তথ্য লুকিয়ে বা হাইড করে রাখা যেত তাহলে আর কোন ঝামেলা থাকতো না।

 

আপনি যদি এই অসুবিধায় পড়ে থাকেন, তাহলে এই টিয়োটোরিয়ালটি আপনার জন্য।

 

আপনার কম্পিউটারে থাকা যেকোন তথ্য, ছবি, ভিডিও সহ প্রয়োজনীয় সব ফাইল ‍লুকিয়ে রাখতে পারবেন কোন থার্ড পার্টি সফটওয়্যার ছাড়া। একটি মাত্র ফোল্ডার তৈরি করে উইন্ডোজের কমান্ড প্রোম্পট ব্যবহার করে সহজেই লুকিয়ে রাখতে পারবেন যেকোন তথ্য।

 

এই ভিডিওতে দেখানো হয়েছে কিভাবে উইন্ডোজের কমান্ড প্রোম্পট ব্যবহার করে কম্পিউটারে থাকা যেকোন ফোল্ডার লুকিয়ে বা হাইড করে রাখা যায়। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন।


Hide folder without any software

ভিডিওটি দেখে যদি ভাল লাগে বা আপনি উপকৃত হন তাহলে শেয়ার করে অন্যকে উপকৃত হওয়ার সুযোগ দিন।
ব্যক্তিগত ছবি ও ভিডিও লুকিয়ে রাখুন কোন সফ্টওয়ার ছাড়াই ব্যক্তিগত ছবি ও ভিডিও লুকিয়ে রাখুন কোন সফ্টওয়ার ছাড়াই Reviewed by Shariful Islam Shobuj on December 04, 2017 Rating: 5

No comments:

Powered by Blogger.