ল্যাপটপ চার্জে লাগিয়ে চালালে কি ল্যাপটপের ক্ষতি হয়?

ল্যাপটপ চার্জে দিয়ে চালালে যা হয়

use a laptop while it's charging
Use a Laptop while it's charging?

ল্যাপটপে সাধারণত লিথিয়াম আয়ন ব্যাটারী ব্যবহার করা হয়। লিথিয়াম আয়ন ব্যাটারী ফুল চার্জ করলে আস্তে আস্তে তার ক্ষমতা কমতে থাকে। তাই বাড়িতে বা অফিসে ল্যাপটপ ব্যবহারের সময় ব্যাটারি ৮০% চার্জ করাই ভালো। 

চার্জে দিয়ে ল্যাপটপ ব্যাবহারে করণীয় কি?

যদি সবসময় চার্জে দিয়ে ল্যাপটপ ব্যাবহার করেন তবে ব্যাটারী ১০০% চার্জ হওয়ার পরিমাণ স্বাভাবিক ভাবেই বাড়তে থাকবে। আর তার সাথে সাথে ব্যাটারির ক্ষমতাও ধীরে ধীরে কমতে থাকবে। 

অধিক সময় ল্যাপটপ ব্যবহারে করণীয় কি?

অধিক সময় ল্যাপটপ ব্যবহার করার ক্ষেত্রে বারবার ল্যাপটপ চার্জ করাও অসুবিধাজনক। তাই এই সম্যসার সমাধান হিসাবে কিছু সফটওয়্যার রয়েছে যেগুলো ইনস্টল করে আপনার ল্যাপটপ সর্বোচ্চ কতোটুকু চার্জ হতে পারবে তা ঠিক করে দিতে পারবেন। অর্থাৎ আপনি যদি ওই সফটওয়্যার এ ৬০% বা ৮০% সেট করে দেন তবে ল্যাপটপ সর্বোচ্চ ৬০% বা ৮০% চার্জ হয়ে যাওয়ার পর স্বয়ংক্রিয় ভাবে চার্জ হওয়া বন্ধ হয়ে যাবে এবং ল্যাপটপ চার্জ এ লাগানো অবস্থায় ব্যাটারী ৬০% বা ৮০% চার্জ হওয়ার পর আর চার্জ হবে না।

চার্জিং লিমিট সেট করার জন্য সফটওয়্যার কোনগুলি?

আমার জানামতে, আসুস ল্যাপটপ এর জন্য এমন একটি সফটওয়্যার রয়েছে যার নাম "ASUS Battery Health Charging". 

লেনোভো (LENOVO) ল্যাপটপের জন্যও এমন একটি সফটওয়্যার রয়েছে। কিন্তু আপনার ব্যবহৃত ল্যাপটপের জন্য এমন কোনো সফটওয়্যার আছে কিনা সেটা আপনাকে একটুখানি করে অর্থাৎ google  এ সার্চ করে জেনে নিতে হবে।

আপনার ল্যাপটপের জন্য এমন কোনো সফটওয়্যার না থাকলে?

যদি আপনার ল্যাপটপের জন্য এমন কোনো সফটওয়্যার না থাকে তবে ল্যাপটপ সর্বোচ্চ ৮০% চার্জ হতে দিন এবং চার্জার খুলে ফেলুন। যখন চার্জ কমে মোটামুটি ভাবে ৩০% হবে তখন আবার চার্জে লাগিয়ে দিন। এইভাবে ল্যাপটপের ব্যাটারী লাইফ কিছুটা হলেও বাড়ানো সম্ভব হয়ে থাকে।

-----------------------------------------------------------------------------------------------------------------------------

This Articles English Version Is Here:

Is it bad to use a laptop while its charging

Lithium ion batteries are commonly used in laptops. When the lithium ion battery is fully charged, its capacity gradually decreases. So it is better to charge the battery 80% when using the laptop at home or office.

What to do when using a laptop with a charge?

If you always use a laptop with a charge, the amount of 100% charged battery will continue to increase normally. At the same time, the battery capacity will gradually decrease.

What to do when using laptop more time?

Repeatedly charging the laptop is also inconvenient when using the laptop for a long time. So as a solution to this problem, there are some software that can be installed to determine the maximum charge your laptop can be. This means that if you set 60% or 70% in that software, the laptop will stop charging automatically after maximum 60% or 80% charge and the battery will be charged after 60% or 80% charge when the laptop is charged. Will not

What is the software to set the charging limit?

As far as I know, there is software for Asus laptops called "ASUS Battery Health Charging".

There is a similar software for Lenovo laptops. But you have to find out if there is any software for your used laptop, that is, by searching on google.

If you do not have any such software for your laptop?

If you do not have such software for your laptop, let the laptop be charged to a maximum of 80% and turn off the charger. When the charge is reduced to about 30%, re-charge. In this way, it is possible to increase the battery life of the laptop.

ল্যাপটপ চার্জে লাগিয়ে চালালে কি ল্যাপটপের ক্ষতি হয়? ল্যাপটপ চার্জে লাগিয়ে চালালে কি ল্যাপটপের ক্ষতি হয়? Reviewed by Shariful Islam Shobuj on May 17, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.