বিডি জবস এ একাউন্ট খুলবেন কিভাবে? ভিডিও সহ

আপনি কি চাকরি খুজছেন?

বিডি জবস ডট কম হলো বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এবং বড় জব সাইট, যেখানে আপনি একটি জব সিকার একাউন্ট তৈরি করে আপনার অনলাইন সিভি বানিয়ে নিতে পারবেন মাত্র কয়েক মিনিটেই। তাই আর বসে না থেকে আজই আপনার বিডি জবস একাউন্ট খুলুন। আর  বিডি জবস্ এ প্রকাশিত হাজারো চাকরির বিজ্ঞপ্তি থেকে আপনার কাঙ্খিত চাকরির জন্য আবেদন করুন খুব সহজে।

বিডি জবস এ একাউন্ট খোলার ধাপ গুলো হলো-

১। যেকোন ব্রাউজার থেকে এই www.bdjobs.com ওয়েবসাইট এ ঢুকতে হবে।
www.bdjobs.com
bdjobs.com

২। Sign in or Create Account  > My Bdjobs - Create Account এ ক্লিক করতে হবে।
Create Account
Create Account

৩। ‍সিলেক্ট করুন General Category অথবা Special Skilled Category যেটিতে আপনি দক্ষ। 
    (বিঃদ্রঃ আমি General Category সিলেক্ট করেছি)
select catergory
Select catergory
৪। ফর্মটি  সঠিক তথ্য দিয়ে পূরণ করে Create Account এ ক্লিক করুন।
Bdjobs Create Account form
Bdjobs Create Account form
                                                      
৫। আপনার দেওয়া ইমেইল এ একটি ভেরিপিকেশন ইমেইল আসবে, সেখান থেকে  ইমেলটি ভেরিপিকেশন করে নিতে হবে।
    ( ভেরিপিকেশন করতে ইমেইল এ পাওয়া লিঙ্কটিতে ক্লিক করুন )
ভেরিপিকেশন ইমেইল
ভেরিপিকেশন ইমেইল

৬। পরবর্তী ধাপে আপনার Personal, Education/Training, Employment History, Other Information & Photo এড করে একাউন্টটি সম্পূর্ণ করুন।
Add account info
Add account info

৭। আপনার কাঙ্খিত জব ব্রাউজ করুন এবং Apply Online এ একটি ক্লিক করেই আবেদন করুন। 

উপরে উল্লেখিত সকল ধাপগুলো যদি সঠিকভাবে করতে পারেন, তবে আপনি এখন থেকে বিডি জবস  এ প্রকাশিত আপনার কাঙ্খিত চাকরি তে মাত্র এক ক্লিকেই আবেদন করতে পারবেন। 

এছাড়াও, বিডি জবস এ একাউন্ট খুলবেন কিভাবে? এই শিরোনামে এই ভিডিওটি তৈরি করা হয়েছে আপনাদেরকে আরো সহজভাবে দেখিয়ে দেওয়ার জন্য।

 

বিডি জবস  এ একাউন্ট খুলবেন যেভাবে সব কিছু শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওটিতে দেখে নিতে পারেন। ভিডিও টিওটোরিয়ালটি দেখে বিডি জবস একাউন্ট তৈরি করতে গিয়ে যদি কোন সমস্যায় হয় অথবা বুজতে অসুবিধা হয়, তাহলে ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। আমি যত দ্রূত সম্ভব আপনার প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করবো।

বিডি জবস এ একাউন্ট খুলবেন কিভাবে? ভিডিও সহ বিডি জবস  এ একাউন্ট খুলবেন কিভাবে?  ভিডিও সহ Reviewed by Shariful Islam Shobuj on May 28, 2020 Rating: 5

1 comment:

  1. open university থে‌কে কি অা‌বেদন করা যা‌বে না

    ReplyDelete

Powered by Blogger.